আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, নাশকতা প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে নিজের জেহাদ ঘোষণার কথা জানালেন বরিশাল পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান।

পুলিশ শাসক নয়, জনগণের বন্ধু একথাটি তিনি বরিশালে প্রমান করতে চান। সোমবার বিকেল সাড়ে চারটায় থানা কম্পাউন্ডের গোলঘরে আগৈলঝাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের মাধ্যমে তার গ্রহন করা কার্যক্রম সম্পর্কে জনগনকে অবহিত করেন।

এসময় তিনি থানায় গিয়ে জনগণ জিডি ও মামলার সেবা পাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিয়ে বলেন তার মাধ্যমে আগের তুলনায় পুলিশী সেবার মান এক ধাপ বাড়বে বলে সাংবাদিকদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করেন। এসপি থানা সম্পর্কে সাধারণ জনগণের কি অভিমত তা জানার জন্য তিনি সাংবাদিকদের মাধ্যমে গোপনে একটি জরীপ কাজ পরিচালনা করবেন বলেও জানান। এসময় তিনি ডিজিটাল দেশ গঠনে সরকারের উদ্যেশ্য বাস্তবায়নের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আগৈলঝাড়া থানার নামে একটি একাউন্ট খোলার নির্দেশ দেন। যাতে সচেতন জনগন পুলিশী কার্যক্রমের চিত্র সবার মাঝে তুলে ধরতে পারে। পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে অনভিপ্রেত কোন ঘটনার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে তাকে জানানোর অনুরোধ করেন। উল্টোদিকে অপসাংবাদিকদের দৌরাত্ব ও তাদের কর্মকান্ডের খবর পুলিশকে জানাতে বলেন।

তিনি অচিরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইলফোন ব্যবহারের উপর কড়াকড়ি আরোপের উপর অভিযান পরিচালনা ও বাল্য বিয়ে প্রতিরোধের উপর কার্যক্রম পরিচালনার গুরুত্বারোপ করেন। এসময় সাংবাদিকরা তাকে ভালো কাজে পুলিশ বাহিনীকে সব সময় সহযোগিতা করার আম্বাষ প্রদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. ওয়াসিম ভুঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক তপন বসু, সহ-সভাপতি অপূর্ব লাল সরকার, যুগ্ন সম্পাদক এসএম ওমর আলী সানি, সদস্য সরদার হারুন রানা, প্রবীর বিশ্বাস ননী প্রমুখ।

(টিবি/এএস/এপ্রিল ২০, ২০১৫)