পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বর্ষবরণে যৌন নির্যাতনের প্রতিবাদে ও নারীদের সম্মান জানানোর দাবি নিয়ে বরগুনার পাথরঘাটায় মানবন্ধন করা হয়েছে। বুধবার  বেলা ১০টায় পাথরঘাটা পৌর শহরের রাসেল স্কয়ারে বেসরকারি সংস্থা সংকল্প ট্রাষ্টের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। শতশত শিক্ষার্থী ও নাগরিক প্রতিবাাদে অংশগ্রহন করে।

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মরকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন সরকার অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন,নারীকে প্রতিনিয়ত ঘরে বাইরে,রাস্তাঘাটে,যানবাহনে,কর্মক্ষেত্রে,শিক্ষা প্রতিষ্ঠানে, ঘটনা-দুর্ঘটনায় দুর্যোগ-দুর্বিপাকে এমনকি অনুষ্ঠানেও যৌন আক্রমনের শিকার হতে হচ্ছে। বক্তারা প্রতিটি যৌন আক্রমনের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন। অনুষ্ঠানে সমবেত প্রতিবাদ কারিগণ পুরুষদের উদ্দেশ্য করে বলেন, নারীকে দেখুন, চিনুন ও সম্মান করুন ।

উপজেলা নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোটের সভাপতি মুনিরা ইয়াসমিন খুশির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাবির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাংবাদিক ও কলাম লেখক মো. শফিকুল ইসলাম খোকন ও সংকল্প ট্রাষ্টের পরিচালক (প্রকল্প) মনিরুজ্জামান হিরু প্রমুখ।

(এমকে/পিবি/ এপ্রিল ২২,২০১৫)