বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে মো. শহিদুল ইসলাম(৪০) নামে এক মাদ্রাসা শিক্ষককে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। নিহত ওই শিক্ষক উপজেলার গাজীপুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক।

জানাগেছে, মঙ্গলবার সকাল চাওড়া ইউনিয়নের বাশতলা নামক স্থানে তার উপর এই হামলা চালানো হয়। হামলায় শহিদুল ইসলামের বাম হাত ও বাম পা রামদার কোপে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে পাঠান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ১০টারদিকে মাওয়া ফেরিঘাট পৌছালে তিনি মারা যান। নিহতের মৃতদেহ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনায় নিয়ে আসা হয়েছে।
এঘটনায় নিহতের চাচাতো ভাই মনির হোসেন আমতলী থানায় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে ও তাৎক্ষনিকভাবে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ইয়াকুব, সহিদ, মজিবর, কাওসার, মাহবুব ।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার রায় জানান, এ ঘটনায় পাঁচজনকে গেপ্তার করা হয়েছে। নিহতের ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ বরগুনায় ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

(এমএইচ/পিবি/ এপ্রিল ২২,২০১৫)