লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া পৌর এলাকার লক্ষীপাশা-মহাজন সড়কের রাজুপুর গ্রামে মোর্শেদা ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় একজন প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর নিহতের স্বজনরাসহ বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ক্লিনিক ঘেরাও করলেও ডাক্তার ও ক্লিনিকের মালিকসহ কর্মচারীরা গা ঢাকা দিয়েছেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, পৌর শহরের গোপিনাথপুর গ্রামের সওদাগর পাড়ার সুজন শেখের স্ত্রী এক সন্তানের জননী রত্না বেগম (২৫) সন্তান প্রসবের জন্য বুধবার দুপুরে স্থানীয় মোর্শেদা ক্লিনিকে ভর্তি হন।

ভর্তির পর দুপুর আড়াইটার দিকে ক্লিনিকের ভাড়া করা ডাক্তার আকবর আলী রোগী রত্নার শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তার সিজারিয়ান অপারেশন করেন। তাছাড়া, ওই রোগীকে এনেসথেশিয়া ছাড়াই অপারেশন করেন। অপারেশনের এক ঘন্টা পর রত্না বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ সময় রত্নার স্বামী সুজন, বাবনসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ডাক্তার আকবর আলী, মালিক মিজানসহ কর্মচারীরা দ্রুত সটকে পড়েন।

(আরএম/এএস/এপ্রিল ২২, ২০১৫)