বিনোদন ডেস্ক : নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে দুই বাংলার বহু অভিনেত্রীদের সাথে জুটি বেঁধে কাজ করেছেন একসময়ের হার্টথ্রুব নায়ক ফেরদৌস। এই সুবাদে বেশ কিছু প্রজন্মের নায়িকারাই তার বিপরীতে কাজ করেছে।

এবার তিনি জুটি বাঁধলেন নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী বিদ্য সিনহা মিমের সাথে। একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন এই সুপারস্টার। জানা গেছে, আবাসন নির্মান কোম্পানি ষ্টেট জেমসডেভেলপমেন্ট এর একটি বিজ্ঞাপনে চলতি মাসেই অংশ নিবেন তারা।

এটি পরিচালনা করবেন রিপন নাগ। নির্মাতা সূত্রে জানা গেছে চলতি মাসের ২৯-৩০ তারিখে কক্সবাজার অথবা সিলেটে এর শুটিং শুরু হবে।


এদিকে লাক্স সুন্দরী মিম ছোট পর্দায় কাজ কমিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন বড় পর্দায়। এ মুহূর্তে মুক্তির অপেক্ষায় আছে তার ‘সুইট হার্ট’ ছবিটি। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই ছবিতে মিমের বিপরীতে রয়েছেন জনপ্রিয় নায়ক বাপ্পি।

অন্যদিকে আগের সেই ব্যস্ততা না থাকলেও দুই বাংলাতেই দেখে শুনে বুঝে বেশ কিছু ভিন্ন ধারার চলচ্চিত্রে কাজ করছেন হঠাৎ বৃষ্টির নায়ক ফেরদৌস।

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০১৫)