আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুল আলম বাবুলের অকাল মৃত্যুতে শনিবার সকালে প্রেসক্লাবের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি মো. আহছান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মরহুমের ছেলে নুরুল পারভেজ পার্থ প্রমুখ।

শেষে নুরুল আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন।

(টিবি/এসসি/এপ্রিল২৫,২০১৫)