নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় অভিযুক্ত নূর হোসেনকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আইনী জটিলতার কারণে এতদিন তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। দ্রুত তাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

নারায়ণগঞ্জ পুলিশ লাইনে রবিবার দুপুরে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুধী সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুলিশ প্রশাসনকে না জানিয়েই রাস্তায় বের হন। তিনি কখন, কোথায় যাবেন তা কিছুই পুলিশকে অবহিত করেননি। অবরোধ-হরতালে ক্ষতিগ্রস্ত বিক্ষুব্ধ লোকজন তার গাড়িবহরে হামলা করে থাকতে পারে।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী পুলিশকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এখন দেশে প্রতি ১১শ’ মানুষের জন্য একজন পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে চলেছে।

তিনি জানান, নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ গঠন করা হবে। গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মেট্রোপলিটন পুলিশের গঠন প্রায় চূড়ান্ত।

সমাবেশ সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা বাবলী, পুলিশের আইজি শহীদুল হক ও ঢাকা রেঞ্জের ডিআইজি মাফুজুল হক নুরুজ্জামান।

(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০১৫)