বরিশাল প্রতিনিধি : নগরীর ভাটারখাল এলাকায় ঈদগাঁ সংলগ্ন বস্তিতে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বরিশাল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্থ সাইফুল ইসলাম মিলন জানান, বেলা ১২টার দিকে জামানের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ১০টি ঘর ক্ষতিগ্রস্থ হয়। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন মিয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ছয়টি ঘর ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আলাউদ্দিন মিয়া আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক বিসিসি মেয়র আহসান হাবিব কামাল, জেলা প্রশাসক মো. শহীদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় সিটি মেয়র ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের জন্য ১৫টি শাড়ি, ১৫টি লুুঙ্গি প্রদান করেন। তদন্ত শেষে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও মেয়র আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসক শহীদুল আলম ক্ষতিগ্রস্থদের মাঝে চাল দেয়ার আশ্বাস প্রদান ও পরর্বীতে তদন্ত শেষে ঘর নির্মানে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
(টিবি/পিবি/ এপ্রিল ২৭,২০১৫)