ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার মাকড়াইল গ্রামে সোমবার সকালে বংলাদেশ ধান গবেষণা কেন্দ্র উদ্ভাবিত সরু ও সুগন্ধিযুক্ত ব্রি ৫০ জাতের (বাংলামতি) ধানের বিস্তারে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ইউএসএআইডি’র অর্থায়নে সিসা-বিডি প্রকল্পের আওতায় এসডিসি আয়োজিত অনুষ্ঠানে এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক শংকর চন্দ্র ভৌমিক।

বিশেষ অতিথি ছিলেন সিসা-বিডি প্রকল্পের ফরিদপুর হাব এর সিনিয়র স্পেশালিষ্ট ড. পরিমল চন্দ্র সরকার। ড. পরিমল চন্দ্র সরকার বলেন, ব্রি ৫০ জাতের ধান ব্রি ২৮ এর চেয়ে অধিক ফলনশীল ও উচ্চ মূল্যের হওয়ায় চাষীরা এ ধান আবাদ করে লাভবান হচ্ছে।

(এসডি/এএস/এপ্রিল ২৭, ২০১৫)