ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : সোমবার দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের ভদ্রখালী খালের উপর নির্মাণাধীন ব্রীজের ঢালাই কাজ চলার সময় ব্রীজ ধসে পড়ে নির্মাণ শ্রমিক হেলাল উদ্দিন (২২) চাপা পড়ে।

এলাকাবাসী ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে মৃত উদ্ধার করে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শ্রমিকের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. জব্বার জানান, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২৭ লক্ষ টাকায় এ ব্রীজটি নির্মিত হচ্ছিল। সোমবার ব্রীজের উপরিভাগে ঢালাই কাজ চলছিল। খালে পানি থাকায় সেন্টারিং বাঁশ দেবে গিয়ে কাঁচা ঢালাই ভেঙ্গে পড়ে। ঐ শ্রমিক ব্রীজের নিচে অবস্থান করে নির্মাণ কাজ তদারকি করছিল।

ঐ এলাকার বাসিন্দা ও ঘারুয়া ইউনিয়নের ৬ নং ইউনিটের মেম্বার ফারুক মিয়া বলেন, ঢালাই কাজ অল্প একটু বাকি থাকতেই নিচের বাশ ভেঙ্গে গিয়ে এ ঘটনা ঘটেছে। তবে বাঁশ আরো বেশি দিলে এ দুর্ঘটনা ঘটতো না।

ব্রীজটির ঠিকাদার শামিম চোকদার বলেন, রড, সিমেন্ট সহ মাল মসলা কম দেওয়া হয় নাই। এটি দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। মিস্ত্রিরা তাদের প্রয়োজন অনুসারে সেন্টারিংএর জন্য বাঁশ ব্যবহার করেছে।

(এডি/এএস/এপ্রিল ২৭, ২০১৫)