স্টাফ রিপোর্টার : রবিবার দ্বিতীয় দফায় ভূমিকম্পের ঘটনায় রাজধানীর ইডেন মহিলা কলেজের ফজিলাতুন্নেসা ছাত্রী হোস্টেলের ভবনে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ ৭ দিন ক্যাম্পাস ছুটি ঘোষণ‍া করে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইডেন কলেজের ছাত্রীরা হোস্টেল ছেড়ে যাওয়ার সময় এ তথ্য জানা যায়।

কলেজের ছাত্রীরা জানান, ফজিলাতুন্নেসা ছাত্রী হোস্টেলের ভবনে ফাটলের ঘটনায় কর্তৃপক্ষ ৭ দিন কলেজ ছুটি ঘোষণা করে তাদের হোস্টেল খালি করতে বলে। সেই জন্যই তারা হোস্টেল ছেড়ে যাচ্ছেন।

খুব শিগগিরই বুয়েটের একটি প্রকৌশলী দল ফজিলাতুন্নেসা হোস্টেলের ভবনের ফাটল অংশ পর্যবেক্ষণ করবেন বলেও জানান ছাত্রীরা।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কলেজ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০১৫)