বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রাম থেকে ১২ কেজি হরিণের মাংস’সহ ইউনুচ হাওলাদার (৪৫) ও নজরুল হাওলাদার (২৫) নামের দুই শিকারীকে আটক করেছে নৌ-পুলিশ ও সুন্দরবন বিভাগ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. জিয়াউর রহমান জানান, খুলনা অঞ্চল নৌ-পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (এডিশনাল এসপি) মিজানুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের ধানসাগর স্টেশনের বনরক্ষীদের সহায়তায় সোমবার বিকেল ৩টার দিকে ইউনুচ হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় ইউনুচ ও তার ছেলে নজরুল তাদের বসত ঘরের মধ্যে বসে সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণের মাংস কাটাকাটি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত মাংস ধানসাগর ফরেস্ট স্টেশন এলাকায় মাটি চাপা দেওয়া হয় ও আটক শিকারী বাপ-ছেলে দুজনকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

(একে/এএস/এপ্রিল ২৭, ২০১৫)