নিউজ ডেস্ক : এমন মানুষ বিরল, যিনি নিজের ব্যক্তিত্বকে সকলের সামনে তুলে ধরতে চান না। একজন ব্যক্তিত্বহীন মানুষ যতই সুন্দরই হোক না কেন, সকলের চোখে সম্মানের পাত্র হয়ে উঠতে পারেন না। ব্যক্তিত্ব এমন এক জিনিস, যা যে কোন মানুষের জীবনকে বদলে দিতে পারে।

একজন শক্তিশালী ও সম্মানিত ব্যক্তিত্বের মানুষ হয়ে ওঠার ৫টি সহজ কৌশল জেনে নিন এবং বদলে দিন নিজের জীবন।

সামাজিক, মিশুক, হাসিখুশি

এই তিনটি গুণ যে মানুষের মাঝে আছে, তিনি সকলের কাছেই পরম কাঙ্ক্ষিত হয়ে ওঠেন। সামাজিক মানে অন্যের বিষয়ে নাক গলানো নয়। সামাজিক হবার অর্থ সকলের খোঁজখবর রাখা, বিপদে এগিয়ে যাওয়া। মিশুক হবার মানে চামচামি নয়, বরং সকলের মাঝে একজন হয়ে ওঠা এবং হাসিখুশি হবার অর্থ অকারণে রসিকতা নয়, বরং একজন নম্র ও বিনয়ী মানুষ হওয়া।

বাড়িয়ে তুলুন সচেতনতা

কেবল বেঁচে থাকলেই চলবে না, জীবন ও সমাজ সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে যা বেশিরভাগ মানুষের মাঝেই নেই। এই জিনিসটা যখন অর্জন করে ফেলতে পারবেন, তখন সম্মানিত হওয়া আপনার নিশ্চিত। একজন নীরব দর্শক না হয়ে একজন সচেতন মানুষ হয়ে উঠুন। নিজে বাঁচুন নিরাপদে, অন্যের জন্য কিছু করুন।

নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন

নিজের রাগ, লোভ, ঘৃণা, স্বার্থপরতা ইত্যাদি যেসব বিষয়কে আমরা খারাপ বলে জানি। এগুলো নিয়ন্ত্রণ করতে শিখুন। মিথ্যা বলা পরিহার করুন, প্রতারণার মত জঘন্য কাজ ভুলেও করবেন না। গীবত করা, অন্যকে নিজের স্বার্থে ব্যবহার করা থেকে বিরত থাকুন। রেগে গিয়ে চেঁচামেচি, অভদ্র আচরণ ইত্যাদিকে নিয়ন্ত্রণ করতে শিখুন।

আচরণে হোন নিখুঁত

সুন্দর আচরণগুলো শিখে নেয়া এবং নিজের জীবনে চর্চা করা এমন কোন কঠিন কাজ নয়। আচার- আচরণে হয়ে উঠুন একজন “পারফেক্ট” মানুষ। এই ব্যাপারটিও আমাদের সমাজে একেবারেই কম। তাই নিখুঁত ভদ্রতা আপনাকে করে তুলবে সকলের চাইতে ভিন্ন।

কথায় নয়, কাজে বিশ্বাসী

মুখে মুখে বা সোশ্যাল মিডিয়ায় হাতি-ঘোড়া না মেরে বাস্তব জীবনে কিছু করুন। বড় বড় কথায় আসলে কিছু হয় না। বাস্তব জীবনে বড় কিছু করে নিজেকে করে তুলুন অনুকরণীয়।

(ওএস/পিএস/এপ্রিল ২৭, ২০১৫)