বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের সদর উপজেলার আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ২৫শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের সবাইকে হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় ১১ছাত্রীকে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলো, আড়াপাড়া ও বারুইপাড়া গ্রামের শামিরা খাতুন (১০), লিমা খাতুন (১০), লুবনা খাতুন (৯), ফারহানা আক্তার পলি (১০), সোমা (৯), আয়শা (১১), নাছিমা (১১), সিমা (৮), আখি মনি (১৪), সপ্না (১২)সম্পা (১০)। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

এ ঘটনায় সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশারকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাদের রির্পোট দিতে বলেছে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মান্নান।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা জানায়, আড়পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুর সাড়ে বারটায় ধর্ম পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর থেকে শিক্ষাথীরা অসুস্থ্য হতে শুরু করে। এদের সকলেরই ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর ছাত্রী বলে সহকারি শিক্ষক অরবিন্দ দাশ জানান।

অসুস্থ ছাত্রীদের অনেকে জানায়, পরীক্ষা শুরুর আগে কেউ আইসক্রিম খেয়ে, কেউ টিউবয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ধর্ম পরীক্ষা শুরুর পরপরই এঘটনা ঘটে। এরপর অসুস্থদের হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমতিক্রমে মঙ্গলবারের ধর্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষার্থীদের এ অসুস্থতার বিষয়ে ফকিরহাট উপজেলা হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম গাজী জানান, অসুস্থদের ফুড পয়জনিংয়ের কিছু পাওয়া যায়নি। এটা মাস্ক হিষ্টিরিয়া রোগ হতে পারে বলে তিনি প্রথমিক ভাবে ধারনা করছেন। এ ঘটনায় বাগেরহাটের স্কুল পাড়ায় আতংক ছড়িয়ে পড়েছে।

(একে/এএস/এপ্রিল ২৮, ২০১৫)