বিনোদন ডেস্ক : অবশেষে সাংবাদিকদের সামনে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। সাফ সাফ জানিয়েও দিলেন বিয়ে করছেন তারা। এ-ও জানালেন যে, বিয়ের তারিখ ঠিক হয়ে আছে পাক্কা ছ’বছর আগে থেকেই। জানালেন না শুধু বিয়ের তারিখটা!

এসব বিষয় নিয়ে সম্প্রতি সাংবাদিকবদের কাছে রণবীর বলেন, ‘আমার মনে হয় না যে ব্যাপারটা গোপন রাখা যাবে। আমরা যে অভিনেতা। তাই এখন এটুকুই জানাচ্ছি যে আমার বিয়ের তারিখটা ঠিক হয়ে আছে ছ’ বছর আগে থেকেই। নিঃসন্দেহে এটা আমার জীবনের একটা বিশেষ দিন। তাই আনন্দের খবরটা ভাগ করে নিলাম। শুধু তারিখটা এখনই বলব না।’

তবে চালাকি করে এড়িয়ে গেলেন বিয়ের পাত্রীটির কথাও। কিন্তু পাত্রীটি ক্যাটরিনাই সে আভাস মিললো সাংবাদিকদের কাছে অন্য একটি অনুষ্ঠানের ক্যাটের বক্তব্যে। তিনি জানিয়েছেন, ‘আপনাদের একটা প্রশ্নের উত্তর দিলেই তো পর পর অনেকগুলো প্রশ্ন ভেসে আসবে। তাই এখনই কিছু বলব না। তা ছাড়া, যাকে বিয়ে করছি, তার উপস্থিতি ছাড়া ব্যাপারটা জানানো উচিত হবে না। তবে হ্যাঁ, এটুকু স্বীকার করছি যে বিয়ের কথা ভাবছি আমরা।’

রণবীর-ক্যাটরিনা যা-ই বলুন না কেন, ঋষি কাপুর কিন্তু এ ব্যাপারে কথা বলতে কোনও দ্বিধা করছেন না। সাম্প্রতিক এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন যে ছেলে ক্যাটরিনাকে ডেট করছে! এ-ও জানিয়েছেন, ছেলের এবারের পছন্দে তিনি আর গিন্নি নীতু দু’জনেই খুব খুশি।

ঋষির কথাকেই সমর্থন করে রণবীর-ক্যাটরিনার বিয়ের কথাটা স্বীকার করে নিয়েছেন এক পারিবারিক বন্ধুও! তার মুখে শোনা গিয়েছে, সম্প্রতি কাইফ আর কাপুর পরিবার একটি বৈঠকও সেরে ফেলেছে বিয়ে নিয়ে। সেই বৈঠকে হবু বউমাকে পারিবারিক গয়নাগাটি দিয়ে আশীর্বাদও করেছেন কাপুররা। শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরেই বিয়ের সানাই বাজতে পারে! এবার শুধু সময়ের অপেক্ষা।

(ওএস/এএস/এপ্রিল ২৯, ২০১৫)