ফরিদপুর প্রতিনিধি : অবরোধ চলাকালীন সময়ে গত ১৮ জানুয়ারি বরিশালের উজিরপুরে দুবৃর্ত্তদের পেট্রোল বোমা হামলায় প্রতিবন্ধী আব্দুল লতিফের ঋণ নিয়ে ক্রয় করা ট্রাকটি পুড়ে যায়।

ফলে উপার্জনের একমাত্র অবলম্বনটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে লতিফের পুরো পরিবার। একই সময় ট্রাকে থাকা চালক রিপনের মুখ মন্ডল ঝলসে যায়। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেন ট্রাক চালক রিপন। এদিকে, ট্রাক চালকের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ফরিদপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ)। বিএফএফ’র পক্ষ থেকে ট্রাক মেরামতের জন্য সুদ এবং সার্ভিস চার্জ মুক্ত ঋন প্রদান করা হয়। ঋণ প্রদান করেন বিএফএফ’র পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির।
(এসডি/পিবি/ এপ্রিল ২৫)