নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে এমন গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলেয়া বেগম, আয়েশা বেগম, সোহেল মিয়া, আরমান মিয়া, ওমর আলী। বাকিদের নাম জানা যায়নি। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, সকাল ৯টার দিকে সপ্তম তলার একটি কক্ষে আগুন লেগেছে বলে কয়েকজন শ্রমিক চিৎকার করে উঠেন। তখন ওই পোশাক কারখানায় কর্মরত প্রায় সাত হাজার শ্রমিক আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসেন। এ সময় কমপক্ষে ১০ শ্রমিক আহত হন।

ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা সেলিম মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে একটি শব্দ হলে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এতে কোন প্রকার ক্ষয়ক্ষতি বা আগুনের ঘটনা ঘটেনি। শ্রমিকরা ফের কাজে যোগদান করেছেন।
(ওএস/পিবি/ এপ্রিল ৩০,২০১৫)