ফরিদপুর প্রতিনিধি : গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফরিদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শহরের ঝিলটুলী এস. এ. মান্নান স্কুলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডমেীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার রাখাল সুভাষ গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলত আনা আক্তার, শিশু একাডেমীর কর্মকর্তা ফাতেমা বেগম, জেলা কালচারাল অফিসার মো. আলাউদ্দিন, এফডিএর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, পথকলির নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, ওয়ার্ল্ড ভিশন এর প্রজেক্ট ম্যানেজার নেলসন সরেন, প্রজেক্ট অফিসার রিসালাতুন নাহার, প্রজেক্ট অফিসার পিউস ডি কস্তা, প্রজেক্ট ম্যানেজার ডেভিট সুভাষ গাইন, অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম ওহিদ, কামরুল হাসান জুয়েল।

(এসডি/পিবি/ এপ্রিল ৩০,২০১৫)