বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সকাল ১১ টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়।

পরে প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়মে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

বাগেরহাট প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ শাহ আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম,বাবুল সরদার সাধারন সম্পাদক মাহফিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আহাদ হায়দার, বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তি, শওকত আলী বাবু, ইয়ামিন আলী, খোন্দকার আকমল হোসেন সাকি, আজাদুল হক, ইসরাত জাহান, আজমল হোসেন প্রমুখ।

(একে/এএস/মে ০৩, ২০১৫)