বরগুনা প্রতিনিধি : সাংবাদিকতাকে সমৃদ্ধ হতে দাও এ শ্লোগানকে  সামনে রেখে সোমবার বরগুনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বেড় হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে বরগুনা প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, কমিউনিটি রেডিও লোকবেতার ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়।

র‌্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, জলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, পৌর মেয়র শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ. আলীম হিমু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল প্রমুখ।

এ সময় বক্তারা, গণমাধ্যমের উপর নিপীড়ন, নির্যাতন বন্ধ ও সাংবাদিক হত্যার বিচার দাবি করে বলেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ছাড়া একটি রাষ্ট্রে গণতন্ত্র পূর্ণতা পায়না।

(এমএইচ/এএস/মে ০৪, ২০১৫)