ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সকালে ডিবির এসআই মোয়াজ্জেম হোসেন ও এসআই অখিলের নের্তৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের কোর্ট চত্বরের একটি দোকানে অভিযান চালায়।

এসময় উক্ত দোকান তল্লাসী চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বিক্রির সাথে জড়িত থাকায় এ সময় হিমেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। হিমেলের বাড়ী শহরতলীর মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে। অপরদিকে ডিবির একই দল গোপন সংবাদের ভিক্তিতে দুপুরে সদও উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়।

এসময় ১শ ৫ বোতল ফেনসিডিলসহ ইউসুফ ফকির ও আলেয়া বেগমকে আটক করা হয়। ডিবি পুলিশের কর্মকর্তা এসআই অখিল কুমার জানান, দীর্ঘদিন ধরে আসামীরা মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

(এসডি/এএস/মে ০৪, ২০১৫)