স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফল সোমবার রাতে প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাশের হার ৮০.৮ ভাগ। এ পরীক্ষায় ২৯টি মাস্টার্স বিষয়ে সারাদেশে ৭৬টি কলেজের ৯৮ হাজার ৫৫ জন পরীক্ষার্থী মোট ৬০টি কেন্দ্রে অংশগ্রহণ করেন।

প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে। এছাড়া যেকোন মোবাইল থেকে SMS করেও ফল জানা যাবে। এক্ষেত্রে Message অপশনে গিয়ে nump Roll লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়। মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশন দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

(ওএস/এএস/মে ০৫, ২০১৫)