বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামে জোছনা বেপারী (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের কাঠমিস্ত্রী রাজু বেপারীর স্ত্রী।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম জনান, জোছনার স্বামী কাজের জন্য মাসখানেক ধরে এলাকার বাইরে অবস্থান করছেন। জোছনা ঘরে একাই থাকতেন। সকালে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।


(টিবি/পিবি/ মে ০৭,২০১৫)