স্টাফ রিপোর্টার : পবিত্র হজ ও তবলীগ জামাত নিয়ে কটূক্তির সাত মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার লতিফ সিদ্দিকীর আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী পবিত্র হজ, তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করে বক্তব্য দেন। তার এই বক্তব্য বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হলে ঢাকার আদালতে বিভিন্ন ব্যক্তি এ সাতটি মামলা দায়ের করেন।
(ওএস/পিবি/ মে ০৭,২০১৫)