বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট  জেলা পরিষদ অডিটরিয়ামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ ফায়েক উজ্জামান।

বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক মু. শুকুর আলী, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকন্ঠ কুমার মণ্ডল, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ পরিমল মজুমদার,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলিম উদ্দিন,বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মজিবুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহ-ই আলম বাচ্চু প্রমুখ। প্রধান অতিথি শিক্ষার্থীদের বলেন শিক্ষার পাশাপাশি সবাইকে দেশ প্রেমি হতে হবে ।
অনুষ্ঠানে বাগেরহাট জেলার ৯ টি উপজেলার ৬ শতাধিক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন ১২৬০ টাকা করে মোট ৭ লাখ ৫৬ হাজার নগদ অর্থ প্রদান করা হয়।
(একে/এএস/মে ১৫, ২০১৪)