আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক প্রণয় কান্তি বিশ্বাস গতকাল বরিশালের আগৈলঝাড়ার গৈলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।

রোববার সকালে উপজেলার ৪নং গৈলা ইউনিয়ন পরিষদে পৌছে বিভাগীয় পরিচালক প্রণয় কান্তি বিশ্বাস পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এসময় ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন কার্যক্রমের খোজ খবর নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গৈলাইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিম সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত, ইউপি সদস্য অতুল চন্দ্র সরকার, রাম কৃষ্ণ সুতারসহ প্রমুখ।

(টিবি/এসসি/মে১০,২০১৫)