নাটোর প্রতিনিধি : বৃহস্পতিবার নাটোরের সিংড়ায় অপহরণকারী সন্দেহে ৩ পুতুল ব্যবসায়ীকে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আটককৃতরা সিংড়া উপজেলার তালহারা গ্রামের পতুল ব্যবসায়ী শুকুর আলীর বাড়িতে গেলে তাদের অপহরণকারী বলে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো সিংড়া উপজেলার কৈগ্রামের মিলন, লিটন ও হুলহুলিয়া গ্রামের আরিফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পুতুল ব্যবসায় লেনদেন নিয়ে আটক তিন জনের সঙ্গে উপজেলার তালহারা গ্রামের পতুল ব্যবসায়ী শুকুর আলীর বিরোধ বাধে। পুতুল সরবরাহের কথা বলে শুকুর আলী আটককৃতদের কাছে থেকে টাকা নেয়। কিন্তু পুতুল সরবরাহ না করায় তারা বৃহস্পতিবার দুপুরে ভাড়ায় তিনটি মোটর সাইকেলে তালহারা গ্রামে যায়। শুকুর আলীকে বাড়ি থেকে ডেকে স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে পুতুল সরবরাহ করা নিয়ে বচসা বাধে। শুকুর আলী এসময় তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে চিৎকার শুরু করলে এলাকাবাসী ভাড়ায় খাটানো মোটর সাইকেল চালকসহ পুতুল ব্যবসায়ীদের আটক করে। খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা জানায়, তারা পুতুল নেওয়ার জন্য শুকুর আলীকে টাকা দিয়েছে। কিন্তু দীর্ঘদিনেও সে পুতুল সরবরাহ করেনা । টালবাহানা শুরু করায় বৃহস্পতিবার টাকা ফেরত চাইতে শুকুর আলীর বাড়িতে যাওয়া হয়। শুকুর আলী প্রতারনার আশ্রয় নিয়ে তাদের ফাঁসিয়েছে।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুকুর আলীর বিরুদ্ধেও পুতুল সরবরাহের কথা বলে বিভিন্ন জনের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পুতুল ব্যবসার আড়ালে তারা মানুষকে প্রতারনা করে থাকে। ঘটনার তদন্তের জন্য শুকুর আলীকেও থানায় ডাকা হয়েছে।
(এমআর/এএস/মে ১৫, ২০১৪)