ভোলা প্রতিনিধি : ঝড়ের কবলে পড়ে ভোলার মনপুরা উপজেলার পাতারচর সংলগ্ন মেঘনা নদীতে মিয়া জমির শাহ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কার্গো জাহাজে থাকা প্রাণকৃষ্ণসহ পাঁচজন নিখোঁজ রয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোটি টাকার পণ্য জাহাজটি (চাল, ডালসহ বিভিন্ন পণ্য) নিয়ে বরিশাল থেকে মনপুরায় যাচ্ছিল।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ওএস/পিবি/ মে ১১, ২০১৫)