বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র সাময়িকভাবে স্থগিত করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৪ মে থেকে এ কেন্দ্রে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা পটুয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন, চলতি এইচএসসি পরীক্ষা চলাকালে আমতলী ডিগ্রী কলেজ কেন্দ্রে শিক্ষকদের সহযোগিতায় নকলের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ঘটনায় বরিশাল শিক্ষাবোর্ডের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি রবিবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা কমিটির সভায় আমতলী ডিগ্রী কলেজ কেন্দ্রে সাময়িকভাবে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

তদন্ত কমিটির সদস্য ও বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন জুয়েল জানিয়েছেন, শিক্ষা বোর্ডের সভার সিদ্ধান্ত এবং তদন্ত কমিটির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

সেইসাথে অভিযুক্ত ৯ শিক্ষককে সব ধরনের পরীক্ষায় দায়িত্ব থেকে বিরত রাখা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

(এমএইচ/এএস/মে ১২, ২০১৫)