স্টাফ রিপোর্টার : ঢাকার গুলশানে শিল্পপতি ফজলুল হক হত্যা মামলার আসামি মো. সবুজকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৪-নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ আদেশ দেন।

রায় ঘোষণার আগে আসামি সবুজকে আদালতে আনা হয়েছিলো। সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

২০১২ সালের ২৮ জুলাই দিবাগত রাতে গুলশান থানাধীন ৫১-নং রোডের ৮ নম্বর নিজ বাসায় খুন হন শিল্পপতি ফজলুল হক। এ ঘটনায় নিহতের স্ত্রী শামসুন্নাহর গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি সবুজ ছুঁড়া দিয়ে তাকে নিসংশভাবে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলার পরপরই আটক হন আসামি সবুজ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি কাজী‍ম‍ুর রশিদ গত বছরের ২৭ ফেব্রুয়ারি আসামি সবুজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রায় ঘোষাণার আগে মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।

(ওএস/পিবি/মে ১৪, ২০১৫)