বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় এক শিক্ষার্থীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ আহত করেছেন ৮জনকে। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা করলে  পুলিশ ১জনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের এক শিক্ষার্থীকে স্কুলে আসা যাওয়ার পথে লখারমাটিয়া গ্রামের হাবুল ঘরামীর ছেলে সজীব ঘরামী দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। এঘটনার প্রতিবাদ করে জামাল চৌকিদারের ভাগ্নে সজল মিয়া।
এতে সজীব ক্ষুব্ধ হয়ে বুধবার রাত ৯টার দিকে ১০-১৫জনকে সাথে নিয়ে জামালের ঘরে খুজতে থাকে। তাকে না পেয়ে জামালের ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। ভাংচুরে বাধা দিলে বখাটেদের হামলায় বাচ্চু চৌকিদার, তার মেয়ে শীলা বেগম, জামাল চৌকিদারসহ ৮জন আহত হয়। আহত ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ধাওয়া করে আকাশ সরদার নামে এক বখাটেকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় জামাল চৌকিদার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে, যার নং-৩। গ্রেফতারকৃত আকাশকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
(টিবি/পিবি/মে ১৪,২০১৫)