বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যায়যায় দিনের আগৈলঝাড়া প্রতিনিধি প্রবীর বিশ্বাস ননীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত নামা দুর্বৃত্ত। হুমকির পর ননীর পরিবার চরম উৎকন্ঠার মধ্যে রয়েছে। থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ১৫মিনিটে ননীর নম্বরে ০২-৯৫৮৪৮৫০ নম্বর থেকে দু-দফায় অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণ নাশের হুমকি দেয়। এঘটনায় প্রবীর বিশ্বাস ননী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরী করেন,যার নং-৪৬১। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায়আনার আহ্বান জানান।
(টিবি/পিবি/মে ১৪,২০১৫)