নওগাঁ প্রতিনিধি :  বৃহস্পতিবার নওগাঁ শহরের উকিল পাড়ায় ছোট যমুনা ওপর বিজিবি ক্যাম্পের সামনে নবনির্মিত ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এলজিইডির তত্বাবধানে ৪ কোটি ২৪ লাখ ১৩৫ টাকা ব্যয়ে নির্মিত ৭২ মিটার দৈর্ঘ্য ব্রীজের ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্ধোধন করেন, নওগাঁ সদর আসনের এমপি মোঃ আব্দুল মালেক। নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিজিবি নওগাঁ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসান পিবিজিএম, জি+, সদর উপজেলার চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী নান্নু, সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম হাসিনা আক্তার, সদর উপজেলা প্রকৌশলী রেজাউল হক প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মালেক এমপি বলেন, বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নের সরকার। এই সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। আর ৪ দলীয় সরকার যখন ক্ষমতায় ছিল, তখন দেশের কোন উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে তাদের নিজেদের ভাগ্যের। এই ব্রীজ নির্মাণের ফলে এলাকার হাজার হাজার মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হয়েছে।
(বিএম/পিবি/মে ১৪,২০১৫)