বরিশাল প্রতিনিধি : বরিশালের  আগৈলঝাড়ায়  ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজের উদ্যোগে ৩০জন  দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের ইউপি সদস্য মিহির বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ম্যানেজার কালাচাঁদ দাস অসিত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক যতীশ চন্দ্র বাড়ৈ, পল্লী সমাজ সভা প্রধান খুশী বাড়ৈ, সামাজিক ক্ষতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার রিনা মল্লিক সহ পল্লী সমাজের সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
(টিবি/পিবি/মে ১৪,২০১৫)