নওগাঁ প্রতিনিধি : শনিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, সেচ ও আগাছা দমনে সহায়তা বিতরণ করা হয়। খরিপ-১/২০১৫-১৬ মৌসুমে উফসী আউশ ও নেরিকা আউশ ধান চাষে প্রনোদনা বাস্তবায়নের লক্ষ্যে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আনিম মিঞা। এসময় অন্যদের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মোরশেদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার ৬৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে প্রত্যেককে ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার, ৫ কেজি বীজ ও সেচ সহায়তা হিসেবে ব্যাংকের মাধ্যমে ৪শ’ টাকা, এবং ৪০ জন কৃষকের নেরিকা আউশ চাষীর মাঝে প্রত্যেকে ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি বীজ ও সেচ সহায়তা ও আগাছা দমনে ব্যাংকের মাধ্যমে ৮শ’ টাকা করে প্রদান করা হয়।
(বিএম/পিবি/মে ১৬,২০১৫)