মাগুরা প্রতিনিধি : গ্রাম্য কাইজা, বিবাদ, সংঘর্ষ, খুন-জখম, বাড়িঘর ভাংচুর-লুটপাট বন্ধে সোমবার দুপুরে মাগুরার শ্রীপুর থানা চত্বরে শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দেশীয় অস্ত্র জমা নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিবাদমান বিভিন্ন গ্রামের জনগণ মাগুরার পুলিশ সুপারের হাতে ৩শতাধিক বে আইনী দেশীয় অস্ত্র তুলে দিয়ে শান্তির পথে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ মো: আওলাদ হোসেন পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার এ.কে.এম এহ্সান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক হুমাউনূর রশিদ মুহিত, সদস্য সচিব আবদুল হালিম, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ । অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তিন শতাধিক অধিবাসী স্বেচ্ছায় ঢাল, সড়কি, রামদা, ছ্যানদা ও বল্লম জমা দেন। এর ফলে এই উপজেলায় গ্রামীণ কাইজা ফ্যাসাদ ও মামলা মোকর্দমা কমে আসবে বলে আয়োজকরা মনে করেন।
(ডিসি/পিবি/মে ১৮,২০১৫)