নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে বিজিবি নওগাঁ ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহলদল অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ১৮ বোতল ভারতীয় অফিসার চয়েস ও ম্যাগডোল মাদক যার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা আটক করেছে। রবিবার দিনগত রাত ১১টা ৫০মিনিটে উপজেলার কলমুডাঙ্গা ক্যাম্পের জোয়ানরা অভিযান চালিয়ে ওই সীমান্তের ২৩৯নং পিলার এলাকার হঠাৎপাড়া নামক স্থান থেকে মাদকগুলি আটক করে।

জানা গেছে, ওই রাতে ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল আওয়াল খান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় টহল দিতে গিয়ে একদল চোরাকারবারীদের দেখতে পায়। তারা চোরাকারবারীদলের পিছু ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের নিকট থাকা উল্লেখিত পরিমান মদ ফেলে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় থানায় বিজিবির পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।
(বিএম/পিবি/মে ১৮,২০১৫)