নওগাঁ প্রতিনিধি :  রবিবার দিনগত রাতে নওগাঁর আত্রাই থানার পুলিশ চাঞ্চল্যকর পুলক হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ইসলামগাঁথী গ্রামের তহুরুল বিশ্বাসের পুত্র ফারুক বিশ্বাস (২৮) ও ডোমনার পুত্র শাহাদ আলী (৩৫)।

পুলিশ জানায়, বিগত ২০১৩ সালের ৪এপ্রিল ইসলামগাঁথী গ্রামের মৃত সুশিল সরকারের পুত্র পুলক সরকারকে (৪৫) পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষের লোকজন মারপিট ও এলোপাথারী ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহত পুলকের স্ত্রী পুতুল রাণী সরকার বাদী হয়ে ১১জনকে আসামী করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করেন। এদিকে মামলা দায়েরের পর দীর্ঘদিন যাবৎ ফারুক ও শাহাদ পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই আব্দুল হান্নান ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। সোমবার গ্রেফতারকৃতদের নওগাঁ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
(বিএম/পিবি/মে ১৮,২০১৫)