বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশের হাতে আটক হয়ে নির্যাতনের শিকার প্যানেল মেয়র শিপন মীনা আগামী পৌর নির্বাচনে মেয়র পদে প্রাথী হতে ইচ্ছা প্রকাশ করে প্রচারনা চালানোর পর তার জনপ্রিয়তায় হুমকি হয়ে দাড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় শহরের একজন ভূমিদস্যুকে দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করিয়ে পুলিশ বিপুল অর্থের বিনিময়ে তার উপর অমানষিক নির্যাতন করা হয়েছে। এঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনসহ প্যানের মেয়রের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ভূমিদস্যু মান্নানকে গ্রেফতারের দাবিতে শুক্রবার দুপুরে মিছিল ও মানববন্ধন শেষে তার অনুসারী বক্তারা এমন অভিযোগ করেন।
সকালে বাগেরহাটের প্যানেল মেয়র, পৌর যুবলীগের সভাপতি ও আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মীনা হাসিবুল হাসান শিপন পুলিশের হাতে আটক হয়ে নির্মম নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটবাসির ব্যানারে শাষকদল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সমবেত হয়। সেখানে দুঘন্টা ধরে মানববন্ধন শেষে সমাবেশে বক্তরা আরও অভিযোগ করেন শিপন মীনার জনপ্রিয়তায় কোটি প্রতি শাষক দলের কোন কোন নেতা হত্যার ষড়যন্ত্র করছে। সে এখন
বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুপুরে মানববন্ধন শেষে বাগেরহাট প্রেসক্লাবে আহুত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা
আওয়ামীলীগ নেত্রী এ্যাডভোকেট পারভিন আহম্মেদ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জঙ্গীদের টাকা সাদা করায় লিপ্ত নিউ বসুন্ধরার মালিক আব্দুল মান্নানের কর্মচারীর দায়ের করা একটি মিথ্যা মামলায় মঙ্গলবার রাতে প্যানেল মেয়র শিপন মীনাকে পুলিশ আটক করে থানায় এনে চোখ বেধে মধ্যযুগীয় কায়দায় বর্বর শারিকি নির্যাতন চালায়। এতে তার
হাতের আঙ্গুল ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে নির্যাতন চালায়। এ ঘটনায় জড়িত পুলিশের শাস্তি দাবি করা হয়।
সংবাদ সম্মেলন ও মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অম্বরিষ রায়, বাগেরহাট পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর খান মনির হোসেন, আন্তঃজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল বাকী তালুকদার, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন, ডেমা ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মনি মল্লিক ,বেমরতা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শেখ জহিরুল ইসলাম মিঠু ও তার অঙ্গ-সহযোগী সংঘঠনের কয়েক‘শ নেতাকমী ।
(একে/এএস/মে ১৬, ২০১৪)