গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা শহর থেকে ম্ঙ্গলবার সন্ধ্যায় অপহৃত ফল ব্যবসায়ী আব্দুল জলিলকে (৪৮) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার ভোরে উদ্ধার করা হয়েছে।

এসময় ওই অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আবু নাইম মো.সারোয়ার হোসেন (৩৫) ও তার স্ত্রী সাহানা বেগম এবং খোকন মিয়া (৩০) নামে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত সারোয়ার কোমরপুর গ্রামের মৃত মোশাররফ হোসেন এবং খোকন মিয়া পার্শ্ববর্তী টেংগরজানি গ্রামের কছির উদ্দিনের ছেলে।

গাইবান্ধা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কর্তিমারি গ্রামের ফল ব্যবসায়ি আবদুল জলিল গত সোমবার সন্ধ্যায় খাঁচায় করে কিছু লিচু নিয়ে গাইবান্ধা শহরে বিক্রি করতে আসেন। এসময় সারোয়ার হোসেন ও খোকন মিয়া নিজেদের ফল ব্যবসায়ি হিসেবে পরিচয় দিয়ে তার সাথে সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে আব্দুল জলিলকে সুকৌশলে অপহরণ করে সারোয়ার হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত-পা এবং মুখ বেঁধে আটক করে রাখে অপরণকারি সারোয়ার ও অন্যান্যরা।

এরপর মুক্তিপন হিসেবে আবদুল জলিলের পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লক্ষ টাকা দাবি করে আবু নাইম মো. সারোয়ার হোসেন। খবর পেয়ে আব্দুল জলিলের পরিবারের লোকজন গাইবান্ধা ডিবি পুলিশের সাথে যোগাযোগ করে। এসময় সারোয়ারের মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ফল ব্যবসায়ী আবদুল জলিলকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত সারোয়ার ও তার স্ত্রীসহ তিনজনকে আটক করে।

গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে অপরহরণের মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরআই/এএস/মে ২০, ২০১৫)