নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যাসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর সড়কের চৌরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদক সিন্ডিকেটের এই সদস্যরা দীর্ঘদিন থেকে ওই রুটে তাদের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ডিবি পুলিশের এস আই শহীদুল ইসলাম শহীদ জানতে পারেন, কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে ওই এলাকায় বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে তিনি এ.এস.আই হেলাল উদ্দীনসহ ফোর্স নিয়ে চৌরাপাড়ায় উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহীবাগ গ্রামের হুমায়ুন কবীরের পুত্র শাহীন আলম, গোমস্তাপুর উপজেলার মাগুর শহর গ্রামের আফজাল হোসেনের পুত্র মোর্শারফ ও নিয়ামতপুর উপজেলার চৌরাপাড়া গ্রামের ফজলুর রহমানের পুত্র আলাউদ্দীনকে আটক করেন।

(বিএম/পিএস/মে ২০, ২০১৫)