মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বিতীয় দফায় সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে মোট কয়েক দফায় প্রায় ৫০ জন আহত হয়েছে। সংর্ঘষ এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংর্ঘষকারিদের ওপর পুলিশ একাধিক রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মোঃ বখতিয়ার উদ্দীন লস্কর ও রমিজ হোসেন এ দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে গত এক সপ্তাহ যাবত বাজারের দোকান পাট বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করতে না পেরে এলাকার জনগনের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসী ফারুক হোসেন জানান, বুনাগাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বখতিয়ার সমর্থকদের সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মুস্তাহার মোল্লার ছেলে যুব নেতা রমিজের সমর্থদের বিরোধ চলে আসছে। এ বিরোধের সূত্র ধরে বাস স্ট্যান্ডের কাউন্টার দখল নিয়ে গত ১৬ মে রাতে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত ও ২৫ টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘঠেছিল। যা নিয়ে দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। যার এক পর্যায়ে গত শনিবার সন্ধ্যায় বুনাগাতী বাজারে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় অবারও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষ লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। সংঘর্ষের খবর পেয়ে শালিখা থানা পুলিশ ও পরে মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশ সংঘর্ষকারীদের উপর কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষ ও রাবার বুলেটের আঘাতে উভয় পক্ষেরা ২০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর জখম ১২ জনকে শালিখা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হাত ও পায়ের রগ কাটা অবস্থায় জামান নামের এক জনকে মুমূর্ষ আবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শালিখা থানার ওসি আবু জিহাদ খান সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেছেন, পুলিশ সংঘর্ষ থামাতে ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে।
(ডিসি/পিবি/মে ২৪,২০১৫)