মাগুরা প্রতিনিধি : মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে রবিবার বিকালে পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন শিশু নিলয় ফাউন্ডেশন, যশোর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলুর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসিমা বেগম, সোস্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালক রোজিনা আক্তার, সাংবাদিক অলোক বোস, আবু বাসার আখন্দ, শফিকুল ইসলাম শফিক, আইয়ুব হোসেন খান দেলোয়ার হোসেন, বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মাগুরা জেলার শালিখা ও সদর উপজেলার ১০টি ইউনিয়নে শিশু নিলয় ফাউন্ডেশন অবহেলিত, সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার নিয়ে কাজ করে আসছে।

এছাড়া ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রামেও এ ফাউন্ডেশন নারী ও শিশুদের এসব বিষয় নিয়ে কাজ করছে।

সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/পিএস/মে ২৪, ২০১৫)