স্টাফ রিপোর্টার : শ্রীলঙ্কার পর সরকার আফ্রিকার দেশগুলোতে চাল রফতানির জন্য বাজার খুঁজছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সচিবালয়ে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রদূত আমাদের প্রশংসা করেছেন। আমরা শ্রীলঙ্কায় চাল রফতানি করেছি। নেপালে দুর্যোগের সময় আমরা ১০ হাজার টন চাল সাহায্য করেছি। আফ্রিকার কান্ট্রিতে চাল রফতানির জন্য আমরা বাজার খুঁজছি।’

দেশে বেসরকারিভাবে সিদ্ধচাল রফতানি বন্ধ রয়েছে। তবে কিছুদিন আগে সরকারিভাবে শ্রীলঙ্কায় ২৫ হাজার টন সিদ্ধ চাল রফতানি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত দেশ।

রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘খাদ্য নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে। আমরা নিরাপদ খাদ্য আইন করেছি যেটা কার্যকর করতে যাচ্ছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। বিধিমালা করা হয়েছে। কার্যক্রম শুরু হচ্ছে- এগুলো নিয়ে কথা হয়েছে।’

কামরুল ইসলাম বলেন, ‘খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সঙ্গে কাজ করছে, ভবিষ্যতেও কাজ করে যাবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।'

(ওএস/এএস/মে ২৬, ২০১৫)