হুমায়ূন কবির জীবন : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার উদযাপিত হয়েছে।

কবিতা-গান-নৃত্য ও আলোচনা সভার মাধ্যমে কবিকে স্মরণ করেছেন কুমিল্লার নজরুল প্রেমীরা।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের প্রাক্তন ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি।

কুমিল্লার জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে নজরুল স্মারক বক্তব্য রাখেন নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক, প্রবীন রাজনীতিবিদ এড. আহমেদ আলী, এড. রুস্তম আলী প্রমুখ।

সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।

(এইচকেজে/পিএস/মে ২৬, ২০১৫)