আর্ন্তজাতিক ডেস্ক :২০১৫ সালের বিশ্বের সবেচেয়ে ক্ষমতাধর ১০০ প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন। এবারও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নির্বাচিত হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। ‍

এরপরের অবস্থানে রয়েছেন যথাক্রমে মিলিন্ডা গেটস, জ্যানেট ইয়েলেন, ম্যারি বারা, ক্রিস্টিনে ল্যাগার্ডে, দিলিমা রৌসেফ, শেরিয়েল স্যান্ডবার্গ, সুসান উজসিকি এবং মিশেল ওবামা।

তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৫৯তম। গত বছর তার অবস্থান ছিল ৪৭’এ।

এছাড়া তালিকায় রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, অপেরা উইনফ্রে, আনা প্যাট্রিকা বোটিন, পপ গায়িকা শাকিরা, ইয়ো চেন, বিয়ন্সে নোয়েলস, টেইলর সুইফট, এলিজাবেথ হোমস, কুইন এলিজাবেথ ও সোফিয়া ভারগারা।

(ওএস/এসসি/মে২৬,২০১৫)