স্টাফ রিপোর্টার : রাজধানীর কারওয়ান বাজারে সুন্দরবন হোটেলের পাশে নির্মাণাধীন একটি ভবনের একাংশ ধসে পড়েছে। ভবনের পাইলিংয়ের গর্তে রাস্তার কিছু অংশও দেবে গেছে।

বুধবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে সুন্দরবন হোটেল সংলগ্ন ন্যাশনাল ব্যাংকের বহুতল ভবন পাইলিংসহ বুধবার সকাল সোয়া সাতটার দিকে বিকট শব্দে ধসে পড়ে।

এতে সুন্দরবন হোটেল সংলগ্ন রাস্তাসহ বেশ কিছু অংশ দেবে যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন এদিক ছোটাছুটি শুরু করেন। পরে হোটেলে অবস্থানকারীদের স্থান ত্যাগের নির্দেশ দেয় ফায়ার সার্ভিস।

সুন্দরবন হোটেলের নির্বাহী পরিচালক ফারুক হোসেন জানান, হোটেলের পাশের কনস্ট্রাকশনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এখন থেকে হোটেলের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

হোটেলের কেয়ারটেকার দুলাল গাজী বলেন, তিনি সকাল ছয়টার দিকে কর্মস্থলে আসেন। সাড়ে সাতটার দিকে রাস্তাসহ ভবনের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় হোটেলের গ্যাসলাইন, পানির লাইন ফেটে গেছে। তার দাবি, দুই থেকে তিন আগে রাস্তায় ফাটল দেখা যায়।

(ওএস/এএস/মে ২৭, ২০১৫)