স্টাফ রিপোর্টার : রাজধানীর রমনা পার্কের ভিআইপি গেট সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।

বুধবার সকালে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌকিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সকাল ১১টায় অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বয়স আনুমানিক ৩২ বছর হবে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

(ওএস/এএস/মে ২৭, ২০১৫)