স্টাফ রিপোর্টার : নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, সবচেয়ে বেশি মিথ্যা বলে ‘প্রথম আলো’

বুধবার দুপুরে মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সম্মেলন কক্ষে এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি শাজাহান খান বলেন, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে প্রথম আলো। এজন্য আদালত লাখ টাকা জরিমানাও করেছে। যুগান্তরও তাই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ করেছে। আমিও মামলা করেছি, দেখবেন তাদের বিরুদ্ধেও জরিমানা হবে।

‘এসব পত্রিকা মিথ্যা সংবাদ প্রচার করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে,’ যোগ করেন তিনি।

বন্দর বিষয়ক বিশ্ব র‌্যাংকিং এ বাংলাদেশের অবস্থান বর্তমানে ৮৬তম উল্লেখ করে নৌমন্ত্রী জানান, আগামী বছর তা ৭৬ এ উন্নীত হবে বলে আশা করছি।

মেরিটাইম সেক্টরে ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি একটি সম্ভাবনাময় খাত। এ খাতে কয়েক বছর আগেও বাজেট ছিল ৭৮ কোটি টাকা, যা বর্তমানে এক হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর উত্তম।

তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে পায়রা বন্দর সম্পূর্ণ বন্দরে রূপান্তর করা সম্ভব হবে বলে আশা করছি। সেজন্য যোগাযোগ ব্যবস্থা আরও উন্নয়ন করতে হবে।

ঢাকা চেম্বারের সভাপতি হোসেইন খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ২৭, ২০১৫)