মদন (নেত্রকোনা) প্রতিনিধি : আগামী ৪ জুন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের অংশ হিসেবে নেত্রকোনার মদন উপজেলায় ২৮৪ জন ভোটারের মধ্যে ৬টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গত বুধবার নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

কমান্ডার পদে প্রার্থীরা হলেন মো. ছদ্দু মিয়া (সেলাই মেশিন), জালাল উদ্দিন (হাতি), হাদিস উদ্দিন দুলাল (ঘোড়া), মো. হেলাল উদ্দিন (কলস)। ডিপুটি কমান্ডার পদে প্রাথীরা হলেন, গাজী ফেরদৌস মিয়া (ঢেকী), ফজলুল হক তালুকদার (বেঞ্চ)। সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) পদে আবদুল খালেক ময়না মিয়া (কমলা), হাবিবুর রহমান (দিয়াশলাই)। সহকারী কমান্ডার পদে (পুর্নবাসন, সমাজ কল্যাণ, শহীদ ও যুদ্ধাহত) মো. আবদুল খালেক (কম্পিউটার), তৌহিদ মিয়া (কলার ছড়া), সহকারী কমান্ডার (অর্থ) মো. মতিউর রহমান (তালা), সায়ের উদ্দিন (লিচু), সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) আবদুস ছাত্তার (রজনীগন্ধা), আলী আকবর খন্দকার (সুটকেছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(এএমএ/জেএ/মে ১৭, ২০১৪)